Eastmedinipur

Dec 02 2023, 16:20

*জাতীয় হ্যান্ডবল টিমে সুযোগ কোলাঘাটের মেয়ে হেনার*


কোলাঘাট : আফসানারা খাতুন ওরফে হেনা এখন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের গর্ব।শুধুমাত্র কোলাঘাট এখন নয় এখন এককথায় দেশের গর্বও বটে।দীর্ঘ ১১ বছর হ্যান্ড বল খেলার সাথে যুক্ত ছিলো।রাজ্যের হয়ে ৬ বছর ধরে হ্যান্ডবল টিমে যোগদান করে।তবে রাজ্য দলের ক্যাপটেন ছিলেন প্রথম থেকে।দেশের বিভিন্ন রাজ্যে বাংলার হয়ে খেলেছেন।তবে ২৫ থেকে ২৭ তারিখ নেপালের পোখরায় ইন্দো নেপাল আন্তর্হাতিক স্পোর্টস গেম খেলতে যান আফসানারা খাতুন ( হেনা)।তারপরই খুশির খবর পান হেনা।

তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবার।অর্থাৎ জাতীয় দলে সুযোগ পেলেন ওূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়িশা গ্রামের আফসানারা খাতুন।আজ শনিবার নেপাল থেকে বাড়ি ফেরেন হেনা।তার এই খুশির খবরে উচ্ছোশিত পরিবার থেকে প্রতিবেশিরা।

আগামীদিন হেনার লক্ষ্য দেশের হয়ে নিজেকে উজাড় করে দেওয়া।দেশকে জিতিয়ে আানাই হেনার একমাত্র লক্ষ্য।জানুয়ারীতে রয়েছে রাজ্যস্তরীয় ও দেশের হয়ে একাধিক প্রতিযোগিতা।লক্ষ্য এখন দেশকে জিতিয়ে আনা।তবে হেনার এই সাফল্যে রীতিমতো খুশি কোলাঘাটবাসী।

Eastmedinipur

Dec 01 2023, 16:32

*অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রী চুরি করছেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা এক কর্মী। ২৫ হাজার টাকার বিনিময়ে চুরি চাপা দেওয়ার চেষ্টা। বিক্ষোভ গ

কোলাঘাট : কোলাঘাট ব্লকের রামতারকহাটের বাঁকুড়াচক অঙ্গনওয়ারী কেন্দ্রের এক কর্মী দীর্ঘ তিন বছর যাবত বাচ্চাদের খাওয়ার সামগ্রী চুরি করে আসছেন। আজ ওই কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে অঙ্গনওয়াড়ির ওই কর্মী ২৫ হাজার টাকার বিনিময়ে বিষয়টি চাপা দেওয়ার কথা বলেন উত্তেজিত গ্রামবাসীদের।

গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন গায়ত্রী ঘাটা নামে স্থানীয় এক মহিলা । অঙ্গনারী কেন্দ্রে যে পরিমাণ শিশু শিক্ষা দান করতে আসেন তার অধিক পরিমাণ শিশুর খাওয়ারের হিসেব দিতেন স্কুলের রেজিস্টার খাতায়।

এই খবর প্রকাশ্যে আসতেই একাধিকবার খাওয়ানোর দায়িত্বে থাকা সুপারভাইজার কে জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু তাতে কোন লাভ হয়নি ।আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিজের বাড়ি নিয়েযাওয়ার পথে ওই কর্মীর পথ আটকায় গ্রামবাসীরা। তারা বলছেন প্রত্যহ খাবারের ডিম তিনি বাড়ি নিয়ে চলে যেতেন। আজ তাকে আমরা হাতেনাতে ধরেছি। অভিযোগ গত ৩ বছর ধরে খাদ্যসামগ্রী চুরি করে আসছেন ওই কর্মী, আজ ডিমচুরি করার সময় গায়েত্রী ঘাঁটা কে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের আরো অভিযোগ গায়তৃদেবী গ্রামবাসীদের ২৫ হাজার টাকা দিয়ে ব্যাপারটা মিটমাট করে নিতে চেয়েছিলেন ওই কর্মী,রাজি হয়নি গ্রামবাসীরা।ওই কর্মীকে ঘিরে চলে ব্যাপক ঝামেলা আরো অভিযোগ আগেও ধরা পড়েছিলেন ওই কর্মী, তখন বাচ্চাদের খাইয়ে ব্যাপার টা মিটিয়েছিলেন। কিন্তুআজ তাকে হাতে নাতে ধরে ফেলে।পরে সেখানে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Eastmedinipur

Dec 01 2023, 12:54

*নিখোঁজ বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দিলো পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ, খুশি পরিবারের লোকজন*

মহিষাদল: বৃহস্পতিবার সকাল থেকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের সামনে অস্বাভাবিক ভাবে বসে ছিলো এক বৃদ্ধা মহিলা। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখে হাসপাতালে চিকিৎসক সমরকুমার সিং তাঁর সাথে কথা বলেন। বাড়ি কোথায়, কোথায় এসেছেন, কার সাথে এসেছেন জানতে চাইলে কিছু বলতে পারেনি। মহিষাদল থানায় খবর দেওয়া হলে পুলিশ খোঁজ শুরু করে। শেষমেশ শুক্রবার সকালে পরিচয় জানা যায়। মহিলার নাম প্রমীলা ঘোড়াই। বয়স ৮৫ বছর। বাড়ি কোলাঘাট থানার মেচেদার রামতারাঘাট। মহিষাদল থানার পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে। শুক্রবার সকালে প্রমীলাদেবির ছোট ছেলে রণজিৎ ঘোড়াই ও বৌমা ভারতী ঘোড়াই বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এসে তাদের মাকে নিয়ে যায়।

বৌমা ভারতী ঘোড়াই জানান, আমরা মেচেদায় সবজী ব্যবসা করি। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আসি। মা বাড়িতে থাকে। বৃহস্পতিবার সকালে ব্যবসা সেরে বাড়ি ফিরে দেখি বাড়িতে নেই।আশেপাশে খোঁজাখুঁজি শুরু করি। না পাওয়ায় চিন্তা বাড়তে থাকে। তার রাতের দিকে মহিষাদল থানা থেকে খবর পাই বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে রয়েছে। খবর পাওয়ার পর শুক্রবার সকালে এসে মাকে আমরা খুঁজে পাই। মায়ের বাপের বাড়ি মহিষাদল থানার লক্ষ্যার বাবুহাটে৷ বাড়িতে থাকা ৫০০ টাকা নিয়ে কোনো রকমে মহিষাদলে চলে আসে। তারপর পথ বুঝতে না পেরেই এখানে রয়ে যায়। মাকে পেয়ে খুব ভালো লাগছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারে আমরা ভীষন খুশি।

বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক সমরকুমার সিং বলেন, হাসপাতালের সমানে আনমোনা হয়ে বসে থাকতে দেখে উনার বিষয়ে জানতে চাইলাম কিছু ঠিকঠাক বলতে না পারায় আমরা হাসপাতাল থেকে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করি। সেই সাথে মহিষাদল থানায় খবর দেই।

মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে আমরা পুলিশ গ্রুপে বার্তা পাঠাই। সেখান থেকে পরিচয় জানা যায়। বৃদ্ধ মহিলাকেভপরিবারের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।।

Eastmedinipur

Dec 01 2023, 09:13

*শিল্প শহর হলদিয়ায় বাজারে আগুন, পুড়লো দোকান, আতংকিত ব্যবসায়ীরা*

হলদিয়া: শিল্প শহর হলদিয়া লাগোয়া সুতাহাটা বাজারে দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে খবর দেওয়া হয় দমকল দপ্তরকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়েন্ত্রনে আনে। আগুনের ঘটনায় একটি পান ও স্টেশনারি দোকান পুড়ে যায়। পার্শ্ববর্তী কয়েকটি দোকানে অল্পস্বল্প আগুন ছড়িয়ে পড়ে।দমকল সঠিক সময়ে আসায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

দোকানের এক মালিক প্রসেন পাত্র জানান, প্রতিদিনের মতো এদিন দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাতি ১ টা নাগাদ আমার এক বন্ধু যখন হলদিয়ায় ডিউটি সেরে আসে সে দেখতে পায় আগুন লেগেছে। খবর পেয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকল এসে আগুন নেভায়।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আগুন লাগার কারন জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।

Eastmedinipur

Dec 01 2023, 09:10

*একের পর এক জেলা পুলিশের সাফল্য, খুশি জেলার মানুষ*

তমলুক: দিনে দিনে বাড়ছে প্রতারণা ও চুরি ছিনতাইয়ের মতো ঘটনা।তুরন্ত সেই সমস্ত ঘটনার সমাধান করে দিচ্ছে পুলিশ। তাতে কিছুটা হলেও খুশি হচ্ছেন এলাকার মানুষ। বর্তমান সময়ে লোভের প্রলোভনে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা যেমন প্রতারিত হচ্ছে তেমনি হাতে হাতে মোবাইল নিয়ে ঘোরায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে চলেছে প্রায়শই। আর সেই সমস্ত প্রতারিত ব্যক্তির বা চুরি ও ছিনতাই হয়ে যাওয়া ব্যক্তির টাকা ও মোবাইল ফিরিয়ে দিলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

গত অক্টোবর মাসে সেক বাবলু নামে এক ব্যক্তি ভগবানপুর থানায় তার ৪৯ লাখ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই মামলায় তদন্ত নেমে ভগবানপুর থানার আধিকারিক সুরাজ আশ প্রতারকের ব্যাঙ্ক একাউন্ট থেকে সাড়ে সতেরো লাখ টাকা পুনরুদ্ধার করে, আদালতের রায়ে শেখ বাবলুর ব্যাঙ্ক একাউন্টে উদ্ধার হওয়া টাকা ফেরত দেন।

অপর দিকে শিল্প শহর হলদিয়ার ভবানীপুর থানায় একাদিক মোবাইল চুরি ও চিনতাইয়ের অভিযোগ জমা হয়। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ১৫ টি মোবাইল উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল গুলি ১৫ জনের হাতে তুলে দেয় পুলিশ।হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি মোবাইলের মালিকরা। জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগে গত কয়েক মাসে বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছে। আমাদের এই প্রচেষ্টা আগামীদিনে একইভাবে চলতে থাকবে বলে জানান পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য। পুলিশের পক্ষ থেকে একটা ট্যাগ লাইন তৈরি করা হয়েছে। তা হলো - "জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকুন , লোভ সংবরণ করুন !"। সেই সাথে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে সর্বদা সতর্ক থাকুন প্রতারিত হওয়ার সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করুন।

আগে অভিযোগ শুধু নামেই। কাজ হতো না। অপেক্ষার প্রহর গুনতে গুনতে দিন অতিবাহিত হয়ে যেতো। বর্তমানে অভিযোগের কয়েকদিনের মধ্যে তা সমাধান হচ্ছে। পুলিশের এই ধরনের পরিষেবায় খুশি এলাকার মানুষজন।।

Eastmedinipur

Dec 01 2023, 08:02

*লোকসভা ভোটের আগে সমবায়ে তৃণমূলের জয়, উড়লো সবুজ আবির,কটাক্ষ বিজেপির*


তমলুক: বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিলো। সেই নির্বাচনে বিরোধীদের পেছনে ফেলে জয়ের ধ্বজা ধরে রাখলো শাসকদল তৃণমূল। 

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে শাসকদল তৃণমূলের সমবায় নির্বাচনে জয়লাভ খুবই তাৎপর্য পূর্ণ। বর্তমান সময়ে শাসকদল তৃণমূলকে নিয়ে যেভাবে বিরোধীরা প্রচার করস চলেছে চোর চোর বলে সেই সময় দাঁড়িয়ে এই জয় খুবই তাৎপর্য পূর্ণ। 

সমবায়ের মোট আসন ৪৬ টি। যার মধ্যে তৃণমূল ৩৬ এবং বিজেপি পায় মাত্র ১০ টি আসন। গত কয়েক বছর ধরে সমবায় তৃণমূলের দখলে। তবে এই প্রথম বিজেপি প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করে। শাসকদল তৃণমূলের জয়ের পর সবুজ আবির উড়িয়ে মেতে ওঠে শাসকদলের কর্মীরা। 

তবে এই জয়কে কটাক্ষ করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপি নেতা বামদেব গুছাইত জানান, সাধারণ নির্বাচন ও সনবায় নির্বাচন সম্পূর্ণ আলাদা।

আগে ওরা জোর করে দখল করতো। এবছর আমরা তা করতে দেয়নি। নিজেদের মধ্যে ঠিক নেই তাই তৃণমূলের দুটি প্যানেল করে নির্বাচনে লড়াই হয়। নিজেদের মধ্যে একতা নেই। আমরা প্রথম লড়াই করে অনেক মানুষের সমর্থন পেয়েছি।।

Eastmedinipur

Nov 30 2023, 18:43

*জেলা বইমেলায় মানুষের উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরি সহ মন্ত্রী অখিল ও বিপ্লবের*

তমলুক: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে ১৯ তম জেলা বইমেলার আয়োজন করা হয়। সেই বইমেলার শুভ উদ্বোধন করতে এসে মঞ্চের সামনে মানুষের উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে রাজ্যের তিন মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা থাকলেও মানুষের দেখা নেই। কেনো এমন হলো!। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ১৯ তম বইমেলায় হাতে গোনা কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করা যায়। মঞ্চে অতিতির আসন পরিপূর্ণ থাকলেও দেখা নেই বই প্রেমিদের। যা দেখে এক প্রকার ক্ষোভ মন্ত্রীর।

বই মেলার থিম " ভাষা শিখবো বই লিখবো। জেলা বই মেলা চলবে আগামী ৬ ই ডিসেম্বর পর্যন্ত। প্রত্যহ সাড়ে ১২ টা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে। ১৯ তম জেলা বই মেলায় মোট ৭৪ টি বইয়ের স্টল রয়েছে। বই মেলায় বই বিক্রি বাড়ুক জেলা বইমেলায় এইটাই চাইছেন রাজ্যের মন্ত্রীরা।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, অতিরিক্ত জেলাশাসক সাধারণ শৌভিক চট্টোপাধ্যায় , তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সহ অন্যান্যরা।

মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরীর পাশাপাশি একপ্রকার অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের অপর দুই মন্ত্রী অখিল গিরি ও বিপ্লব রায় চৌধুরীর। তারা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় বইমেলা করার একটাই লক্ষ্য যাতে বেশি বেশি মানুষ আসেন এবং বই কিনেন ও বই পড়েন। কিন্তু এদিন সেইভাবে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

Eastmedinipur

Nov 30 2023, 13:16

*শিল্প শহর হলদিয়ায় দূষণ দূরে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের মত পার্থক্য, একক এনজিও গড়ে দূর করার আহ্বান কারখানা কর্তৃপক্ষের*

হলদিয়া: শিল্প শহর হলদিয়ায় দিনে দিনে বাড়ছে দূষণ।দূর করতে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ একে অপরের দিকে আঙ্গুল তুলছে। তবে একক এনিজিও গড়ে তুলে দূষণ দূর করার আহ্বান কারখানা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার হলদিয়া বিসিসিআইয়ের পক্ষ থেকে শিল্প বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেখানেই হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারময়ান জ্যোতির্ময় কর

শিল্পাঞ্চলগুলি দূষণ প্রতিরোধে একত্র হয়েছে।

আমরা দেখছি শিল্প কারখানাগুলি তা্র এলাকার মধ্যে দূষণ নিয়ন্ত্রন করতে আগ্রহী, কিন্তু তার বাইরেও যে বিপুল দূষণ রয়েছে যেমন ড্রেনেজ দূষণ, গারি দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ এগুলো কমাতেও শিল্প সংস্থাগুলির দায়িত্ব নেওয়া উচিত বলেই আমরা মনে করি।সবাইকে এই দূষন নিয়ন্ত্রনের জন্য কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছি।

হলদিয়া বন্দরের চেয়ারম্যান জানালেন, "বন্দর কর্তৃপক্ষ দূষণ প্রতিরোধে অন্য রাজ্যের তুলনায় অনেক বেশী তৎপর। পাশের উড়িষ্যার ধামরা পোর্টে গেলেই এই ব্যতিক্রম নজরে পড়বে। হলদিয়া বন্দর ইতিমধ্যে ১ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করছে, এটা বারিয়ে ২ মেগাওয়াট করার কাজ চলছে। হলদিয়া শিল্পাঐ্চলে লক্ষাঊিক গাছ লাগানো হয়েছে। পাশের নয়াচর দ্বীপেও বিপুল বৃক্ষ রোপন ও ম্যানগ্রোভ রোপন করেছে"। তিনি আরও জানান, "হলদিয়া বন্দরকে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ন মেকানাইজ করার প্রক্রিয়া চলছে। এই কাজ শেষ হলে বন্দরের দূষণ অনেক কমে যাবে"।

তাঁর দাবী, " হলদিয়ার দূষণ কমাতে একটি কমিটি গড়ার কথা বলেছে উন্নয়ন পর্ষদ। বিসিসিআি এর নেতৃত্বে এি কমিএি তৈরী হবে। কমিটিতে থেকে বন্দর কর্তৃপক্ষ দূষন কমাতে সমস্ত দায়িত্ব পালন করতে তৈরী আছে। তবে ১৪৩ কোটি মানুষের চাহিদা মেটাতে শিল্পাঞ্চলগুলিকে অনেক বেশী উৎপাদনশীল থাকতে হচ্ছে। এর সম্গে বিপুল কর্ম সংস্থানও জড়িত। দূষন নিয়ন্ত্রনে রেখে এই কর্মকান্ড চালিয়ে যেতে কারখানাগুলি সর্বদা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এই দূষণের জন্য কেবলমাত্র শিল্পাঞ্চলের দিকেই দায় ঠেলে দেওয়া ঠিক নয়। যেমন দিল্লীতে কোনও বড় কারখনা না থাকলেও দেশের সব থেকে দূষিত শহর হয়ে উঠেছে রাজধানী শহর। তাই দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে" বলেই দাবী জানিয়েছেন তিনি।

বিসিসিআইয়ের চেয়ারম্যান গৌতম রয় জানান, "আমরা শিল্পাঞ্চলের দূষণ প্রতিরোধে নিয়মিত কাজ করে চলেছি। হলদিয়া উন্নয়ন পর্ষদের কথাকে মান্যতা দিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ কমিএি গঠন করছি, যারা নিয়মিত ভাবে শিল্পাঞ্চলের উন্নয়ন নিয়ে কাজ করবে। দূষন শূন্য শিল্পাঞ্চল গড়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে কারকানা এলাকায় দূষণ কমানোর জন্য শিল্পাঞ্চলগুলির অনীহা রয়েছে এই অভিযোগ ঠিক নয়। আমরা প্রশাসনকে এব্যাপারে সব রকম সহায়তা করতে তৈরি আছি"।

Eastmedinipur

Nov 28 2023, 08:02

*হলদিয়া টু শিলিগুড়ি অত্যাধুনিক বাস পরিষেবার শুভ সূচনা*


হলদিয়া: সামনেই বড়দিন ও ইংরেজির নতুন বছর। ভ্রমণ পিপাসু মানুষের কাছে প্রথম পছন্দ সমুদ্র আর পাহাড়। দুইয়ের মেল বন্ধন ঘটানোর জন্য এবার অত্যাধুনিক বাস পরিষেবা চালু হলো হলদিয়া টু শিলিগুড়ি। অত্যাধুনিক দুটি বাসের পথ চলা শুরু হয় সোমবার।

শিল্পনগরী হলদিয়ার দুর্গাচক থেকে দুপুর ২ টার সময় হলদিয়া --শিলিগুড়ি ভায়া কলকাতা একটি এসি কোচ বাস যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হল। অপরদিকে শিলিগুড়িতে আরেকটি শিলিগুড়ি- হলদিয়া ভায়া কলকাতা একই মালিকের বাসটি আনুষ্ঠানিকভাবে শিলিগুড়িতে উদ্বোধন হয়েছে বলে জানিয়েছেন বাস কর্তৃপক্ষ। প্রতিটি বাসে মোট ৬০ টি করে সিট রয়েছে। ২৪ টি স্লিপার এবং সেমিস্লিপার (চেয়ার) ৩৬ টি। হলদিয়া দুর্গাচক থেকে শিলিগুড়ি বাস ভাড়া একজনের ১,৬০০ টাকা এবং স্লিপারে ২,০০০ টাকা করে। হলদিয়ার দুর্গাচক থেকে ঠিক ২ টার সময় বাসটি ছাড়বে। দুর্গাচক হয়ে বাসটি হলদিয়ার টাউনশিপ যাবে। তারপর একেবারেই জাতীয় সড়ক ধরে কলকাতা ধর্মতলায় পৌঁছাবে। হলদিয়া থেকে ধর্মতলা বাস ভাড়া ৩ ০০ টাকা এবং ৪০০ টাকা।

ধর্মতলার পর এয়ারপোর্ট, বারাসত, জাংগুড়ি, চাকদা, রানাঘাট ,কৃষ্ণনগর, ফারাক্কা ,মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কৃষাণগঞ্জ ,ইসলামপুর , শিলিগুড়ি যাবে।বাস দুটির নাম দেওয়া হয়েছে প্রতীক।

প্রতীক বাস পরিষেবার কর্ণধার উৎপল জানা জানান, শিলিগুড়ির সাথে শিল্প শহরে মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে আমরা দুটি অত্যাধুনিক বাস পরিষেবা চালু করেছি। একটি হলদিয়ার দুর্গাচক থেকে দুপুর ২ টায় ছাড়বে ভায়া কলকাতা হয়ে শিলিগুড়ি যাবে। অপর দিকে বিকেল সাড়ে পাঁচটায় শিলিগুড়ি থেকে ছাড়বে ভায়া কলকাতা হয়ে হলদিয়া পৌঁছাবে।

রেডবাস ও www.pratikliners.com এর মাধ্যমে বাসের বুকিং করা যাবে। তবে www.pratikliners.com এর মাধ্যমে বুকিং করলে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। ইচ্ছা থাকলেও অনেকে যেতে পারছিলো না শিলিগুড়ি ঘুরতে সেই সমস্ত মানুষদের কাছে এই বাস পরিষেবা অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।

Eastmedinipur

Nov 27 2023, 20:57

*কোলাঘাটে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার এক*

তমলুক: কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সেখ ইসাক, বাড়ি হাওড়া জেলার শ্যামপুর। মহিষাদলের কাপাসএ্যাড়ায় একটি বাড়িতে আত্মগোপন করে ছিলো বলে পুলিশ সূত্রে খবর। এদিন অভিযুক্তকে তমলুক আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, গোপন সূত্রে খবর পাই মহিষাদল থানার কাপাসএ্যাড়ায় আত্মগোপন করে রয়েছে। আমাদের টিম গিয়ে গ্রেপ্তার করে। নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত সহ তদন্তের অগ্রগতি ঘটানো হবে।

মৃত স্বর্ন ব্যবসায়ী সমীর পড়িয়ার পরিবারের কাছে সময় চেয়েছিলো পুলিশ। এবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করায় কিছুটা বিশ্বাস পাচ্ছে পুলিশের উপর।

মৃত্যুর পর যতদিন গড়াতে থাকে পরিবারের লোকদের রাজনৈতিক ভাবে ব্যবহার করতে শুরু করে। প্রথমে পরিবার সিবিআই তদন্তে ভাবনা চিন্তা করলেও পুলিশ সময় ছেয়েছিলো। অবশেষে পুলিশ ঘটনায় যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারায় কিছুটা স্বস্তি পুলিশ ও পরিবারের লোকজন।।